মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা
expand
কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা

কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বেসরকারি সংস্থা এ্যাসোশিয়েন ফর অল্টারনেটিভ ডেভলপমেন্ট এর আয়োজনে শহরের আলমাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

আফাদ এর চেয়ারম্যান মোর্শেদা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক এএম মনিরুজ্জামান,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন,সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম,পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, এসিল্যান্ড আরিফুল ইসলাম,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান,কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া,সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার,আফাদ এর সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম প্রমুখ।

মাল্টেসার ইন্টারন্যাশনাল বিএমজেড-পিটি এর সহযোগিতায় বিএমজেড-পি আফাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষক,কৃষক, কৃষাণী,জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিনিধি,দলিত সম্প্রদায়,তৃতীয় লিঙ্গের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি এবং ঘোগাদহ ইউনিয়নে রেজিলেন্স স্ট্রেন্দেনিং অফ ভার্নারেবল পপুলেশন ইন নর্দান ওয়েস্টার্ন এন্ড ইস্টার্ন বাংলাদেশ থ্রো এ নেটওয়ার্ক এপ্রোচ অফ ফাইভ পার্টনার অর্গানাইজেসন, বিএম জেড পিটি প্রজেক্টটি ২০২২ সালের ১ নভেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। প্রকল্পের মোট সুবিধাভোগী ৯ হাজার ৬৯ জন।

এরমধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ১২ জন, প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের সদস্য ৪৬ জন, দলিত সদস্য ৩০ জন, ট্রান্সজেন্ডার ২২ জন, নারী প্রধান পরিবার ২৭ জন, ঝুঁকিপূর্ণ পরিবার ৩৪৩ জন, ৪৮০ জন প্রত্যক্ষ সদস্য এবং পরোক্ষ সদস্য ৮৫৮৯ জন। এদের মধ্যে প্রায় ৫ শতাধিক প্রত্যক্ষ সদস্যদের নিয়ে প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত হয়। তাদেরকে আম, মাল্টা, পেয়ারা গাছ বিতরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X