

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলের নেতাকর্মীরা সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম।
নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক তাঁর বক্তব্যে বলেন, ড. ইউনুসকে ধন্যবাদ জানাই যে তিনি জুলাই সনদে একটি প্রজ্ঞাপন জারি করেছেন। তবে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। পূর্বের অভিজ্ঞতার আলোকে এমন কিছু অসঙ্গতি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জেলা সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, স্বৈরাচারী শাসনের ১৫ বছরে বাংলাদেশ কাঙ্কার হয়ে পড়েছে। আমরা এই স্বৈরাচারের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। বিচার ও সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনে সরকারের সহযোগিতা কামনা করছি। আগামী দিনে পিআর পদ্ধতির গণভোটের মাধ্যমে আদর্শ সরকার প্রতিষ্ঠা করতে চাই, যে সরকার এ দেশের ২০ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করবে।
কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির ও কিশোরগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মোসাদ্দেক ভূইয়া, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন