মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমি মারা গেলে দায় নিতে হবে ওসিকে: বিএনপি নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
বিএনপি নেতার সংবাদ সম্মেলন
expand
বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান নিজের জীবনের নিরাপত্তাহীনতা প্রকাশ করে বলেছেন, আমি মারা গেলে আমার মৃত্যুর দায় নিতে হবে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলামকে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আচমিতা বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান বলেন, আমি আচমিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি। ওসি আমাকে গুরুত্ব দেন না, তিনি টাকাকে কেয়ার করেন। আচমিতা ইউনিয়ন যুবলীগ নেতা মাহতাব উদ্দিন গরম দীর্ঘদিন ধরে এলাকায় হোটেল ব্যবসার আড়ালে দেহ ব্যবসা চালিয়ে আসছেন। কিছুদিন আগে উপজেলা প্রশাসন তার হোটেলে অভিযান চালিয়ে যুবক-যুবতীদের গ্রেপ্তার করে হোটেল বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে মাহতাব উদ্দিন গরম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও অভিযোগ করেন, মাহতাব উদ্দিন গরম ও ওসি তরিকুল ইসলাম মিলে আমাকে হয়রানি করছে। আওয়ামী লীগের এই চক্র গুম-খুনের সঙ্গে জড়িত। তাদের গাড়িতে অস্ত্র থাকে। বিষয়টি ওসিকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমি আশঙ্কা করছি, তারা যেকোনো সময় আমাকে হত্যা করতে পারে। আগামীকাল যদি আমি মারা যাই বা আমার পরিবারের কারও ক্ষতি হয়, তাহলে এই ঘটনার দায় মাহতাব উদ্দিন গরম ও ওসি তরিকুল ইসলামের নিতে হবে। আমি দেশবাসীর কাছে বিষয়টি জানিয়ে রাখছি।

আব্দুল হান্নান আরও জানান, গত ৩ নভেম্বর আচমিতা গ্রামের মাসুদ মিয়া ও তার চাচাতো ভাই শাকিলের পারিবারিক বিরোধের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়। এরপর তার ছেলে কলেজছাত্র জুনায়েদকে প্রধান আসামি করে থানায় মামলা দেওয়া হয়। এই ঘটনায় আমার বা আমার ছেলের কোনো সম্পৃক্ততা নেই। একটি প্রভাবশালী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে। কিন্তু ওসি তরিকুল ইসলাম তদন্ত ছাড়াই মামলা নিয়েছেন।

বিএনপি নেতা আরও বলেন, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকেই একটি মহল আমার বিরুদ্ধে লেগে আছে। আমি এলাকার অনৈতিক কাজের বিরোধিতা করি, এই জন্যই আজ আমি টার্গেট।

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কেউ যদি তাকে হুমকি দেয়, তিনি থানায় জিডি করতে পারেন। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেব। সম্প্রতি তাদের আত্মীয়দের মধ্যে ঝগড়া হয়েছে, দুই পক্ষই মামলা করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন