রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতাকর্মীরা সৎ ও নামাজি হলে দেশের এই অবস্থা হতো না: মাসুদ হিলালী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:২১ পিএম
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী
expand
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী বলেছেন, আজ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী সৎ ও নামাজি হতো, তাহলে দেশের এই অবস্থা হতো না। আমি ৫০ বছর এই দল করেছি, কিন্তু আমার বাড়িঘরের কোনো উন্নতি হয়নি। আজ যারা বিএনপি করেন বড় বড় কথা বলেন, সেদিন তারা কোথায় ছিলেন?

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ হিলালী বলেন, আল্লাহ সব দেখেন ও শোনেন। হাসিনার পরিণতি আপনারা দেখেছেন—৮-১০ দিনের মধ্যে একজন লৌহ মানব, লৌহ শাসকের বিদায় হয়ে গেল। কেউ তাকে রক্ষা করতে পারল না। সেদিন ছাত্ররা জেগে উঠেছিল। এই শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের আদর্শ আছে, কিন্তু আমরা সবাই শুধু খাই-খাই করি, দলাদলি করি, অমুক-তমুকের জিন্দাবাদ করি। আমরা একবারও ভাবি না—এক মহান আল্লাহ ছাড়া আমাদের ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না।

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, আমাকে থানা কমিটিতে রাখেনি, পৌর কমিটিতে রাখেনি, জেলা কমিটিতে রাখেনি—এমনকি একটি সম্মেলন হলেও আমাকে দাওয়াত করা হয়নি। এটা কি এমন কোনো দল, যেটা না করলে আমি মারা যাব, পরকালে কৈফিয়ত দিতে হবে? তাই সরে এসেছিলাম। এখনকার নেতৃবৃন্দ যে হুংকার দেন—আমরা যদি রাস্তায় নামি, পাস তো দূরের কথা জামানতই পাবেন না। আমাকে বাধ্য করবেন না, দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি অন্য কিছু চিন্তা করব না।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন চরশোলাকিয়া দারুস সালাম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল হামিদ। এ সময় তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া, যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদ সুমন ও সোয়েব সাদেকিন বাপ্পি, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সোয়ান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনিক রহমান, আবদুল আলী প্রমুখ।

এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X