

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তানজিলা আখতার।
সোমবার(৮ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তাড়াইলে যোগদান করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তানজিলা আখতার ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।তাড়াইল উপজেলায় যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে রেভেনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি)হিসেবে দায়িত্ব পালন করেছেন।তাজিলা আখতারের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলায়।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে ইউএনও তানজিলা আখতার বলেন,তাড়াইলবাসীর কল্যাণে প্রশাসনিক সেবাকে আরো গতিশীল ও জনবান্ধব করতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। সরকারের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। অনেকে আশা করছেন তাঁর নেতৃত্বে তাড়াইল উন্নয়ন, সেবা এবং শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।তাড়াইল এর উন্নয়নযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে,এমনটাই মনে করছেন স্থানীয়রা।
তানজিলা আখতারের যোগদানের আগে বিগত ১৬অক্টোবর'২০২৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন বদলীজনিত কারণে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি শূণ্য হয়।
মন্তব্য করুন
