শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণভোট উপেক্ষা করলে নির্বাচন সংকটের মুখে পড়বে: জামায়াত

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখনে
expand
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখনে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কোনো রাজনৈতিক দলের চাপে গণভোটের দাবি উপেক্ষা করলে সেটি জাতীয় নির্বাচনী সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।

তাই তিনি জরুরি ভিত্তিতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি করে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলা গোলটিতে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নোট অব ডিসেন্ট (নির্বাচনী অবস্থান থেকে বিবেচ্য আপত্তি) শুধু বিএনপির নয় — অন্য দলে থেকেও নোট অব ডিসেন্ট রয়েছে।

ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন যেভাবে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করেছে, সেটি চূড়ান্ত করে গণভোট আয়োজন করতে হবে — নোট অব ডিসেন্ট গণভোটে যুক্ত করা হবে না, এটাই তাদের দাবি।

তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক আলোচনার প্রস্তাব জামায়াতে ইসলামী স্বাগত জানিয়েছে।

তবে মধ্যস্থতাকারি হিসাবে সরকারকেই ভূমিকা নিতে হবে — জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রস্তুতি আছে। সময় সীমিত; তাই তফসিল ঘোষণার আগেই গণভোটের তারিখ ঘোষণা জরুরি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সংস্কারগত সিদ্ধান্তগুলোতে ঐকমত্য হয়েছে—সেগুলো এড়িয়ে গিয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতকে গণভোটে যুক্ত করার দাবি করা অসঙ্গত। তিনি জাতীয় স্বার্থ ও ঐক্য রক্ষার কথা বললেন এবং নোট অব ডিসেন্ট ছাড়া দ্রুত গণভোটের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিলেন।

আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রাখে; তবে তাতে জবাবদিহি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যাকারীদের বিচার ও ফ্যাসিস্ট অনুকূলে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে—এই শর্ত দাবি করেন।

অনুষ্ঠানস্থলে সভাপতিত্ব করেন সৈয়দ আবু জাফর; সঞ্চালনা করেন শেখ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম মোল্লা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তর এইচআরডি সম্পাদক হুসাইন আহম্মেদ, জেলা পাঠাগার সম্পাদক বোরহান হোসেন, ফুলতলা থানা সভাপতি আব্দুর রহীম, ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আল আমিন প্রমুখ।

এর পর রাতে আটরা-গিলাতলা ইউনিয়নের মশিয়ালী দক্ষিণপাড়ায় আয়োজিত ভোটার সমাবেশেও মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও সেক্রেটারি কামাল হোসেন।

শেষে তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে লেভেল-প্লেয়িং-ফিল্ড নিশ্চিত হলে নির্বাচন সর্বত্র গ্রহণযোগ্যতা পাবে’ এবং বর্তমান ২৪-এর গণআন্দোলনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম বলেও উল্লেখ করে, দুর্নীতিবিরোধী দ্বিতীয় যুদ্ধে ছাত্র-জনতাকে জাতীয় সংসদে ইসলামের পক্ষের শক্তিকে প্রতিনিধিত্ব করাতে হবে। তিনি জানান, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষাব্যবস্থায় সংস্কার ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেবে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন