শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবি বিএনপি নেতার

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:২৪ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স
expand
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরের ডিএস আলীম মাদরাসা মাঠে অনুষ্ঠিত বর্নাঢ্য মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

মিছিল পূর্ব সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন , একাত্তরের মুক্তিযুদ্ধ, পচাত্তরের সিপাহী জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা, এক ও অভিন্ন । দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সু সংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব এবং ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙক্ষা। তিনি বলেন , সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধিদের মাধ্যমেই এই গণ আকাঙক্ষা বাস্তবায়নের বিকল্প নাই । বিএনপি এই গণ আকাঙক্ষা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ।

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন না হলে দেশ মহা বিপর্যয়ের কবলে পড়বে , যার সম্পূর্ণ দায় সকারকে বহন করতে হবে । নির্বাচনের পথে কয়েকটি রাজনৈতিক দলের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে বলেন , বিএনপির পক্ষে জন জোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় । এতে সুযোগ নিয়ে পালাতক ফ্যসিবাদ আবার ফিরে আসবে । আওয়ামী ফ্যসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে । তিনি আরও বলেন আওয়ামী ফ্যসিবাদকে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ও গণ অভ্যুত্থানের আকাঙক্ষা ধ্বংস করার যে কোনো চক্রান্ত রুখে দিতে হবে । জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন , যেকোনো মূল্যে ফেরুয়ারিতেই নির্বাচন হতে হবে । ডক্টর মুহম্মদ ইউনুসের প্রতি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন , কয়েকটি জনবিচ্ছিন্ন ও বিতর্কীত দল সকারকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে ।

ময়মনসিংহ - ১ ( ধোবাউড়া- হালুয়াঘাট) আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মনোনয়ন প্রদান করায় বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন ।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল , পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ , উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর , যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন