শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতরাত ১১ টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন, হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান।

সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গেলো রাতে আসলাম হোসেন মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে।

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন