

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও চিহ্নিত সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের গ্রেপ্তারে যশোরের চুড়ামনকাটি এলাকায় স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন পলাতক থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসা এই সন্ত্রাসীকে বুধবার বিকেলে র্যাব-৬ যশোরের একটি দল গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, চুড়ামনকাটি এলাকায় খালার বাড়িতে আত্মগোপনে থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদ ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
দাউদ ইব্রাহিম চুড়ামনকাটি গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। র্যাব জানায়, তিনি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও তিনি এলাকায় প্রভাব বিস্তার ও ভীতি সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন
