

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে জেলার ৪৯টি স্থানে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ৩৮ জন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার আটটি থানার আওতাধীন এলাকায় একযোগে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্র জানায়, অভিযানে ৫০৪টি যানবাহন ও এক হাজার ৪৭০টি মোটরসাইকেল তল্লাশি করা হলেও কোনো অস্ত্র, বিস্ফোরক বা মাদক উদ্ধার হয়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবুল বাশার বলেন, পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই চেকপোস্ট বসানো হয়।
তিনি জানান, অপরাধীরা সাধারণত মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত পালিয়ে যাওয়ায় মোটরসাইকেল চালকদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তল্লাশি চালানো হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আচমকা চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হবে।
যশোরে পুলিশের এই বিশেষ অভিযানের সার্বিক নেতৃত্ব দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
মন্তব্য করুন
