

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মনিরামপুর উপজেলায় বাদুরের মাংস খাওয়ার পর একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় চরম কৌতূহল পড়েছে।
ঘটনাটি ঘিরে খাদ্যে বিষক্রিয়া নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা।
শনিবার বিকেলে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শুভাস দাসের পরিবারের ৬ সদস্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তরা শারীরিকভাবে গুরুতর অসুস্থ বোধ করলেও কেউ অচেতন ছিলেন না।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, প্রাথমিকভাবে এটি ফুড পয়জনিংজনিত সমস্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সদস্যদের দাবি ও স্থানীয়দের নানা সন্দেহের কারণে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও কৌতূহল আরও বেড়েছে।
চিকিৎসকদের মতে, বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও ল্যাব রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন
