শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিচারকের পুত্র হত্যাকাণ্ড, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
রাজশাহীতে বিচারকের পুত্রের কবর
expand
রাজশাহীতে বিচারকের পুত্রের কবর

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমন (১৮)কে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ীতে নেমে এসেছে গভীর শোক। সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের এই শোকাবহ ঘটনায় স্থানীয় মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের ৫ম তলায় বিচারকের বাসায় ঢুকে ঘাতক লিমন মিয়া নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফকে হত্যা করে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের পুত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লিমন পূর্বে বিচারকের স্ত্রী তাসমিন নাহারের কাছ থেকে আর্থিক সহযোগিতা চাইতেন। সহযোগিতা না পেয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকবার হুমকি দিয়েছিলেন। সর্বশেষ ৩ নভেম্বর তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পুরো পরিবারকে হত্যার হুমকি দেন।

পরে ৬ নভেম্বর তাসমিন নাহার লুসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান। সিলেট মেট্রোপলিটন পুলিশ তাকে থানায় নিয়ে আসে, কিন্তু লুসি মামলা করতে রাজি না হওয়ায় জিডি করার মাধ্যমে লিমনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, লিমনের হামলা সম্পূর্ণ পরিকল্পিত ও নৃশংস ছিল। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির বলেন, “আমরা এর সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বিচারকের ভাই মনির উদ্দিন জানান, ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে তাওসিফের মরদেহ সরিষাবাড়ীতে আনা হলে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন