

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কড়ইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকায় ঝারকাটা নদীতে এই পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও কড়ইচড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আল আমিনসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মোখলেছুর রহমান মোখলেস বলেন, “জাতীয়তাবাদী যুবদল সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— দুই হাজার বৃক্ষরোপণ, বিভিন্ন দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও চোখের অপারেশন, মাছের পোনা অবমুক্তকরণ, পরিচ্ছন্নতা অভিযান ও খাদ্যসামগ্রী বিতরণ।
তিনি আরও জানান, ইতোমধ্যে দুইজন ক্যান্সার রোগীকে ৩০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে ৫০ হাজার টাকা এবং চারজন অসহায় ও দরিদ্র মানুষের হাতে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যত সময়েও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন