রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জের প্রতিবন্ধী সোহরাবের জীবিকার অটো চুরি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
সোহরাব হোসেন
expand
সোহরাব হোসেন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ আলিম মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার। শারীরিকভাবে প্রতিবন্ধী এই মানুষটির একমাত্র জীবিকার মাধ্যম ছিল একটি অটো গাড়ি। কিন্তু গত পরশু রাতে সেই অটোটি বাড়ির উঠান থেকে চুরি হয়ে যায়।

দুই বছর আগে এক দুর্ঘটনায় সোহরাব তার একটি পা হারান। এরপরও হার মানেননি তিনি। পুরোনো অটো চালিয়ে কোনোভাবে স্ত্রী ও চার মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছিলেন। কিন্তু এখন অটোটি হারিয়ে পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে।

সোহরাবের ভাষায়, “অটোটা ছিল আমার সব। এটা দিয়েই সংসার চলতো। এখন বুঝতে পারছি না কী করবো।”

বর্তমানে আয়-রোজগারের কোনো উৎস না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা জানান, সোহরাব পরিশ্রমী ও সাহসী মানুষ ছিলেন। তার প্রতি সহানুভূতির হাত বাড়ালে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।

যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি একটি পুরোনো কিন্তু চলার মতো অটো দিতে পারেন, কিংবা আর্থিকভাবে সহায়তা করতে চান, তাহলে সোহরাবের জীবন আবার স্বাভাবিক হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন