সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে মহিষ পালনে খামারিদের প্রশিক্ষণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
expand
খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি বিষয়ে তিন দিনব্যাপী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান হয়। ৩০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে প্রায় ৫০ জন খামারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন, জামালপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. ছানোয়ার হোসেন এবং প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রিজভী আহমেদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক উত্তম কুমার বালা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ব্যাগ ও সম্মাননা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প, সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মাদারগঞ্জ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন