

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পাচার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) ভোররাত ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়া যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বালু উত্তোলন সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ, কৃষিজমি ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন