শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, কৃষকলীগ নেতা গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম
মো. বসু মিয়া মেম্বার (৪৪)
expand
মো. বসু মিয়া মেম্বার (৪৪)

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় অভিযান চালিয়ে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে মাধবপুর থানার এসআই মো. শাহনূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে অভিযান চালিয়ে মো. বসু মিয়া মেম্বার (৪৪) নামের ওই নেতাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বসু মিয়া মেম্বার হরিশ্যামা গ্রামের মো. আলফু মিয়ার পুত্র এবং আন্দিউড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মুরশেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X