

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গণ–দোয়া মাহফিল।
মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেল ৪টায় হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। স্থানীয় আলেম–উলামা মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আরাফাত রহমান কোকোও যুবসমাজকে সংগঠিত করে দলের রাজনীতিতে নতুন দিগন্ত সৃষ্টি করেছিলেন। তাঁদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভই ছিল দোয়া মাহফিলের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, রাজনৈতিক অস্থিরতার সময়ে নেত্রীর সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জেও এ আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
এছাড়াও দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
