

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হঠাৎ অভিযানে চিকিৎসা সেবা, খাবার সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে নানামুখী অনিয়মের চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই অভিযানে রোগীসেবা ব্যবস্থার পর্যায়জুড়ে দুর্নীতির প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে দুদক।
দুদকের তথ্য অনুযায়ী, রোগীদের জন্য বরাদ্দ প্রতিদিন ১৭০ গ্রাম মাংসের বিপরীতে সরবরাহ করা হচ্ছিল মাত্র ৭০–৭৫ গ্রাম। দীর্ঘদিন ধরে খাবার সরবরাহে এই অনিয়ম চলছে বলে অভিযোগ করেছেন স্বজনরাও।
এক্সরে বিভাগের হিসাব-নিকাশেও অসামঞ্জস্যতা পাওয়া যায়। গণশুনানিতে অভিযোগ উঠেছিল সরকারি নির্ধারিত ৫ টাকার বদলে ১০ টাকা ফি নেওয়ার অভিযানে তারও সত্যতা মেলে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় চরম অনীহাও নজরে আসে দুদক কর্মকর্তাদের।
গুরুত্বপূর্ণ গাইনী ও মেডিসিন ইউনিটে কর্মঘণ্টায় চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগও সত্য বলে নিশ্চিত হয় দুদক। যদিও সংশ্লিষ্ট চিকিৎসকরা দাবি করেন, তারা হাসপাতালে থেকেই রোগী দেখছিলেন তবে উপস্থিতির প্রমাণ দেখাতে পারেননি। রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে এ তথ্য মিলেছে।
এছাড়া সরকারি মজুত ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা, হাসপাতালের সক্ষমতা থাকা সত্ত্বেও পাশের ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত খরচে পরীক্ষা করানো এবং দালালচক্রের সক্রিয়তার অসংখ্য অভিযোগও অভিযানে প্রমাণিত হয়।
দুদক কর্মকর্তা আরশেদ আলী বলেন, গণশুনানির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। প্রাথমিক তদন্তে অধিকাংশ অভিযোগই সত্য প্রমাণিত হয়েছে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের পর জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং হাসপাতালের সার্বিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, আমরা সাধ্যমতো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। খাবারে মাংস কম পাওয়ার বিষয়টি নতুন টেন্ডার হওয়ার পর থেকে দেখা যাচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার তদারকি করলে আশা করি সমস্যার সমাধান হবে।
দুদকের এই অভিযান স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম মোকাবিলায় একটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও(সি) গোলাম কিবরিয়া বলেন, এনিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন