

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বাড়ীওয়ালা তাজুল(৫০) কর্তৃক এক ভাড়াটিয়ার ১০ বছরের শিশু কন্যা আঁখিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওঠেছে।
বুধবার ৪ ঘটিকার দিকে শিশুটি বাড়ীর পাশে বাড়ী ওয়ালার দোকানে চকলেট কিনতে গেলে দোকানদার বাড়িওয়ালা তাজুল শিশু আঁখিকে একা পেয়ে দোকানের ভিতরে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে জানায় ভুক্তভোগী শিশু আঁখি(১০)। ভুক্তভোগী আঁখি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সেকেরহাট চানকুটি গ্রামের গোলজার হোসেন এর মেয়ে।
সে কোনাবাড়ীর আমবাগের নছের মার্কেট এলাকায় পিতা-মাতার সাথে এই অভিযুক্ত তাজুল ইসলামের বাড়ীতে ভাড়া থাকে। এই বিষয়ে আখির মা আর্জিনা বেগম জানান আমি জূটের গোডাউনে কাজ করি। প্রতিদিনের মত আমি আমার কাজে ডিউরত থাকা অবস্থায় জানতে পারি বাসায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে।
বাসায় এসে আমার মেয়ের কাছে এবং আশপাশের লোকজনের কাছে জানতে পারি আমার মেয়ে আঁখি দোকানে চকলেট কিনতে গেলে ওই দোকানদার অর্থাৎ আমাদের বাড়ী ওয়ালা তাজুল আঁখিকে একা পেয়ে দোকানের ভিতরে টেনে নিয়ে ধর্ষণের জন্য চেষ্টা করে।তারপর শরীরের বিভিন্ন জায়গায় তার হাত দিয়ে হাতাহাতি, চাপাচাপি, ধস্তাধস্তি ও খামচা-খামচি করে। যার কারণে আমার ১০ বছরের শিশু বাচ্চাটির শরীরের আঘাতপ্রাপ্ত হয় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক ফুলে যায়। আঘাতের কারণে মেয়ে আমার অসুস্থ হয়ে পড়েছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।এই বিষয়ে প্রতিবেশী প্রবীণ এক ব্যক্তি মনির জানান, এই রকম ঘটনা আমাদের এলাকা যাতে আর না ঘটে সেই জন্য আমরা এর সঠিক বিচার চাই।
এই ঘটনায় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহাম্মেদ জানান, কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির মা আরজিনা বেগম বাদী হয়ে ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ দায়ের করেছে,আমরা অভিযোগটি আমলে নিয়ে আসামী গ্রেপ্তারের চেষ্টা করছি।গ্রেফতারের পর মামলা আরজু করা হবে
মন্তব্য করুন