

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফাঁকা পড়ে আছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। কেউ ঘর বিক্রি করে দিচ্ছেন, আবার কেউ তালা দিয়ে রেখেছেন বহুদিন ধরে৷ ব্যবহার না করায় নষ্ট হচ্ছে ঘরগুলো। এদের মধ্যে অনেকেই আবার আর্থিক ভাবে সচ্ছল হয়েও নিয়ে রেখেছেন ঘর৷ কেউবা টিন দিয়ে ঘর আটকিয়ে রেখে দিয়েছে। সরকারি ঘরগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী ও আশ্রয়ন প্রকল্পে বসবাসত পরিবারগুলো।
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব চানপুর আশ্রয়ন প্রকল্পে৷ পাকা রাস্তার পাশে যোগাযোগ ব্যবস্থা ও অনন্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও প্রকল্পের ২৯ টি ঘরের মধ্যে মাত্র ১০ থেকে ১১ টি পরিবার ব্যবহার করছেন৷ এমন চিত্র উপজেলার অনন্য এলাকার আশ্রয়ন প্রকল্পেও৷
আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাদশা নামের একজন বলেন,সরকার থেকে এতো সুন্দর ঘর করে দেওয়া হয়েছে কিন্তু যাঁদের এসব ঘর দেওয়া হয়েছে তাঁদের মধ্যে অনেকেই এখানে আসেনা । গোপনে অনেকেই বিক্রি করে দিয়েছে৷ প্রকল্পের ঘর কেন্দ্রীক দালালচক্র গড়ে উঠেছে। বেচার নিয়ম নেই তবুও বিক্রি করছে৷ দুলাল নামে একজন রয়েছে তার ২-৩ টার ঘর, তার নিজস্ব গাড়ি বাড়ি রয়েছে এজন্য তিনি থাকেন না৷ যাদের দরকার তাদের ঘর না দিয়ে যাদের যায়গা রয়েছে তাদের দেওয়ায় এমন হয়েছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার আহাম্মেদ জানান, আমরা শুনেছি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তালাবদ্ধ রয়েছে। অনেকই বিক্রিও করছে৷ যারা আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি বা হস্তান্তর করেছে, তা যাচাই বাছাই শেষে তাদের ঘরগুলো বাতিল করে, যারা এখনে নিয়মিত থাকবে, তাদের দেওয়া হবে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন