সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূ রহিমা খাতুন হত্যা, ২৪ ঘন্টার ভেতর আটক ২

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
গৃহবধূ রহিমা খাতুন হত্যা
expand
গৃহবধূ রহিমা খাতুন হত্যা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গৃহবধূ রহিমা খাতুন (৩৮) হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১, র‌্যাব-৬ এবং র‌্যাব-১১-এর সমন্বিত টিম। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে আলগী ও দেপাড়াবাজার এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন আইনুল ইসলাম ওরফে বুলেট (২২) এবং রাজীব (২০)।

১৫ নভেম্বর রাত ১১টার দিকে কোনাবাড়ী বাইমাইল এলাকার নওয়াব আলী মার্কেটের একতা ভিলার পঞ্চম তলার ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

আসামিরা রহিমা খাতুনকে গলা কেটে হত্যা করে এবং তার স্বামী ইমরানকে (৩৯) হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত ইমরানকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রহিমার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আবদুর রহিম (২৮) বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা মো. রাকিব হাসান (পিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তথ্যপ্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে র‌্যাব-১ জানতে পারে বুলেট নরসিংদীর মাধবদী থানার আলগী এলাকায় এবং রাজীব বাগেরহাটের কচুয়া থানার দেপাড়াবাজার এলাকায় আত্মগোপনে আছে। পরে যৌথ র‌্যাব টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়ার জন্য জিএমপি কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন