

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পার্শ্ববর্তী দেশ থেকে নানা গুজব ছড়ানো হচ্ছে, মুল ধারার গণমাধ্যম সজাগ থাকলে গুজবে কোন কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ।
বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ।
তিনি আরও বলেন, জনগণ যখন নির্বাচন মুখো হয়ে যাবে তখন তার কোন কিছুইতে কাজ হবে না । নির্বাচন নিয়ে কারও কোনো হুমকি নেই। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদেরও সজাগ থাকতে হবে ।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা যাতে কোন সমস্যা সৃষ্টি করতে না পারে তার জন্য সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক,কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ র্যাবের সাদেকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন