

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন ইইউ-এর লং টার্ম অবজারভার (Long Term Observer) তুইজা মারেট পিকালেইলেন। তারা গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সাথে দীর্ঘক্ষণ নির্বাচনী রোডম্যাপ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলের প্রধান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবেই তাদের এই সফর। উল্লেখ্য যে, ইউরোপীয় ইউনিয়নের এই ৪ সদস্যের বিশেষ দলটি গাজীপুর এবং টাঙ্গাইল—এই দুই জেলার নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান, একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। বিদেশি পর্যবেক্ষকদের সকল ধরনের তথ্যগত সহযোগিতা প্রদানের বিষয়েও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠক শেষে প্রতিনিধি দলটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনের জন্য রওনা হন। নির্বাচনের দিন পর্যন্ত তারা নিয়মিত বিরতিতে এই দুই জেলার নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন
