শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় র‍্যালিতে নারীদের সাথে টাকা নিয়ে জাপা নেতার তর্ক, ভিডিও ভাইরাল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
মঙ্গলবার বেলা দুইটার পর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়
expand
মঙ্গলবার বেলা দুইটার পর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান বিজয় দিবসে লোকসংখ্যা বেশি দেখাতে টাকার বিনিময়ে নারী এনে বিজয় র‍্যালি করেছে জাতীয় পার্টি (জাপা)।

পরে জাপা কার্যালয়ে র‍্যালিতে অংশ নেওয়া নারীদের সঙ্গে টাকা নিয়ে বিতর্কে জড়ান দলের এক নেতা।

মঙ্গলবার বেলা দুইটার পর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা যায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের মতো উপজেলা জাতীয় পার্টিও তাদের বিভিন্ন অঙ্গসংগঠন নিয়ে বিজয় র‍্যালির আয়োজন করে।

বেলা পৌনে বারোটার দিকে উপজেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। পরে পার্টি কার্যালয়ে গিয়ে র‍্যালির সমাপ্তি ঘটে।

কিন্তু মঙ্গলবার বেলা দুইটার পর র‍্যালিতে অংশগ্রহণকারীদের সঙ্গে এক জাপা নেতার টাকা ভাগাভাগি নিয়ে বিতর্কের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, কেউ আরও এক হাজার টাকা দাবি করছেন। এর জবাবে ওই নেতা বলেন, ‘আমি বলেছিলাম, ৬০ জন মহিলা দিলে ৬ হাজার টাকা দেব।

কিন্তু ৬০ জন পাওয়া যায়নি, তাই আমরা ৫ হাজার টাকা দিতে চেয়েছি।’ এ সময় র‍্যালিতে অংশ নেওয়া নারীদের মধ্যে হৈচৈ করতে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের কমেন্ট বক্সে এ ঘটনায় নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

এ বিষয়ে জানতে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডলের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X