

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান (৫৭) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের সদর উপজেলা লক্ষ্মীতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ও বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম'র পরিচালক ছিলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আল ফালাহ আম উন্নয়ন সংস্থার কর্মকর্তা মো. আয়াস উদ্দীন জানান, আনিসুর রহমানের মোটরসাইকেলযোগে অফিসের কাজে লক্ষ্মীতলা বাজারে আল আম'র শাখা অফিসে গিয়েছিলেন। সেখানে অফিসের কাজ শেষে শহরে ফেরার পথে ঘটনাস্থল লক্ষীতলা বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় ও মোটরসাইকেলে থাকা আনিসুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আনিসুর রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ মামলা করলে দায়ী ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন
