

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুর-৫ (পার্বতীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কামরুজ্জামান এর নাম ঘোষণার প্রতিবাদ এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতা কর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৯ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পার্বতীপুরের সাথে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, প্রথম ধাপে বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা দিলেও স্থগিত রাখা হয় দিনাজপুর- ৫ আসনটি। গত ৪ ডিসেম্বর এ আসনে দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের নাম ঘোষণার পরেই অস্থিতিশীলতা হয়ে এ আসন।
আন্দোলন, বিক্ষোভ সমাবেশ, মানবন্ধন, প্রতিবাদ সভা, সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবী জানান কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা কমিটির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির লাগাতার সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের কর্মী সমর্থক, ভোটার ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা।
বুধবার রাতে পুরো উপজেলায় মাইকিং এর মাধ্যমে বিএনপি'র পক্ষ থেকে সকাল সন্ধা অবরোধের ঘোষনা দেয়া হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে শহরের নতুন বাজারের কাপড় মার্কেট, স্বর্ণপট্টী, মনিহারিপট্টি সহ সকাল দোকান পাট বন্ধ রাখে সমর্থন প্রকাশ করেন।
সেই সাথে পাবতীপুরে অবস্থিত জ্বালানী তেল সরবরাহের রেল হোড অয়েল ডিপো থেকে উত্তরের আট জেলায় তেল সরবরাহ সকাল ৮টা থেকে বন্ধ করে দেয়া হয়। সেই সাথে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বরে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করলে পার্বতীপুরের সাথে সড়ক পথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে বেলা পৌনে ১২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় বক্তব্য রাখেন
এসময় দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু সহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
