বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির আদেশ অতিবিলম্বে কার্যকর হবে: আমান উল্লাহ আমান

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
এনপি চেয়ারপারর্সন এর উপদেষ্টা আমান উল্লাহ আমান
expand
এনপি চেয়ারপারর্সন এর উপদেষ্টা আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আদালতে শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণ স্বস্তি প্রকাশ করেছে। জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ ও আহত সন্তানদের বাবা মায়ের দাবি, জনগণের দাবি অতিবিলম্বে এই রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারর্সন এর উপদেষ্টা আমান উল্লাহ আমান।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, তার বিচার সঠিক সময়ে শুরু হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অবৈধ প্রধানমন্ত্রী অনৈতিক প্রধানমন্ত্রী খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দোসরদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আরও বিচার হবে, ইলিয়াস হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকান্ড ও শাপলা চত্বরে হেফাজতে ভাইদেরকে যে হত্যা করেছে তারও বিচার হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য অনেক অপশক্তি সফল হতে পারেনি। ফেব্রুয়ারির প্রথম অর্ধেই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এই নেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন