

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার সাভারে ইটভাটা চালু করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। এ সময় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ভাকুর্তা তুরাগ (ভাঙ্গা ব্রিজ) এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করেন অত্র এলাকার ইটভাটার মালিক ও শ্রমিকরা।
বিক্ষোভকারীরা জানান, ইটভাটার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সেইসাথে ইটভাটা চালু করার অনুমতি দিতে হবে। এই দাবিতে মহাসড়কে যানচলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন তারা।
এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে দীর্ঘসময় ধরে তীব্র যানজটের কারনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।এক পর্যায়ে গাড়ির যাত্রীদের গাড়ি থেকে নেমে পায়ে হেটে গন্তব্যর উদ্দেশ্য যেতে দেখা গেছে।
এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, সদ্য যোগদান করায় এই মুহূর্তে পুরো তথ্য আমার কাছে নেই, পুরো তথ্য গুলো জেনে পরে জানাতে পারবো বলে মন্তব্য করেন।
মন্তব্য করুন