

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। যদিও থানা পুলিশ বলছে, এমন কোনো কর্মসূচির খবর তাদের কাছে নেই।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ মিছিল করা হয়। এতে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী অংশ নেন।
এক ফেসবুক পোস্টে এমন তথ্য দাবি করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের ধামরাই উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল রুবেল।
তার ফেসবুক আইডিতে প্রকাশিত ছবিতে দেখা যায়, মশাল জ্বালিয়ে জড়ো হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তাদের মুখের ছবি অস্পষ্ট করে দেওয়া হয়েছে।
পোস্টের ক্যাপশনে রুবেল আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে উল্লেখ করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সারা রাত আমি নিজে রাস্তায় ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন