

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধামরাইয়ে আলাদীনস জেনারেল হাসপাতালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (৩১ অক্টোবর) আলাদীনস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে শুরু হওয়া এই ফ্রি ক্যাম্পে আগত সেবাগ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণের পাশাপাশি হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষায় পাচ্ছেন ২৫ শতাংশ ছাড়। তিন দিনে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আলাদীনস হাসপাতালে আধুনিক চিকিৎসাসুবিধা হিসেবে এন্ডোস্কোপি, ফেকো সার্জারি এবং এনআইসিইউ (NICU) সুবিধা চালু রয়েছে—যা স্থানীয়ভাবে প্রথম।
সেবা নিতে আসা রোগীরা জানান, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি আর্থিকভাবে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য অনেক সহায়ক। স্থানীয়দের মতে, “এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে বহু মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্যসেবার প্রতি সচেতনতা আরও বাড়বে।”
বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে আয়োজিত তিন দিনব্যাপী এই ক্যাম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন।
অংশগ্রহণকারী চিকিৎসকবৃন্দ:
ইউরোলজি ও সার্জারি: ডা. নিয়াজ মোর্শেদ — এমবিবিএস (সিওমেক), বিসিএস (স্বাস্থ্য), সিসিডি (বারডেম), এমএস (ইউরোলজি), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি।
মেডিসিন: ডা. মাহজাবীন প্রিয়াংকা — এমবিবিএস (ঢাকা), সিসিডি (বারডেম), জেনারেল প্র্যাকটিশনার, আলাদীনস জেনারেল হাসপাতাল।
গাইনী:
ডা. তানজিলা সুলতানা — এমবিবিএস, পিজিটি (গাইনী ও অবস), সিএমইউ (আল্ট্রা), প্রাক্তন রেজিস্ট্রার, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ।
ডা. লিজওয়ানা নুসরাত লিয়া — এমবিবিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিসিএস (স্বাস্থ্য), এমএস (গাইনী ও অবস), বিএসএমএমইউ।
ডা. দিলরুবা ইয়াসমিন — এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনী ও অবস), ডিজিও, সিনিয়র কনসালট্যান্ট।
কার্ডিওলজি: ডা. জসিম উদ্দিন — এমবিবিএস, এফপিজিসিএস, ডি-কার্ড, পিএইচডি (কার্ডিওলজি), ফেলো-আইএসসি (রাশিয়া); জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
চর্ম ও যৌন: সহকারী অধ্যাপক ডা. ইমরানুল ইসলাম — এমবিবিএস, ডিডিভি (চর্ম ও যৌন), মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ।
অর্থোপেডিক:
ডা. মনিরউস সালেহীন — এমবিবিএস (ঢাকা), ডি-অর্থো (পঙ্গু হাসপাতাল), সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ।
ডা. কে. এম. মিরাজুল হাসান — এমবিবিএস, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ।
বক্ষব্যাধি: ডা. নাভিদ রহমান — এমবিবিএস, এমডি (পালমোনোলজি), এফসিপিএস (মেডিসিন), সিসিডি (বারডেম), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট।
গ্যাস্ট্রোলিভার: ডা. তপু ঘোষ — এমবিবিএস, এমডি (হেপাটোলজি), সহকারী অধ্যাপক, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল।
নাক, কান ও গলা: ডা. মিলন কাজি — এমবিবিএস, এমএস, এফআইসিএস (আমেরিকা), এন্ডোস্কোপিক সাইনাস ট্রেনিং, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
নিউরোমেডিসিন: ডা. ফজলে রাফি — এমবিবিএস (আরইউ), এমআরসিপি (লন্ডন, ইউকে), পিজিটি (নিউরোলজি), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।
ধামরাইয়ের স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এমন ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করা গেলে এলাকায় প্রাথমিক চিকিৎসা আরও সহজলভ্য হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে।
মন্তব্য করুন