

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ২৫০ টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
তবে স্হানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব দোকান থেকে প্রতি মাসে ১০-২০ লাখ টাকা ভাড়া আদায় করতেন। এ সময় ৫ একর বনভূমি জবর দখলকারীদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় ।
এসব জবর দখলকারীদের বিরুদ্ধে বনবিভাগ শীঘ্রই আইনগত ব্যবস্থাগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর)দুপুর১২ টা ২টা পর্যন্ত উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বালুখালী মরা গাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়। উখিয়া বনবিভাগ সুত্রে জানা যায়, সরকারি জমি দখল করে গড়ে ওঠা এসব দোকান দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছিল।
এলাকার নিরাপত্তা ও সুশৃঙ্খল বসতি বিন্যাস নিশ্চিত করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান।
উচ্ছেদ অভিযানে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পুরো এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন যৌথ অভিযান চালিয়ে ২৫০ টি দোকান উচ্ছেদ করা হয়। প্রায় ৫ একর জায়গা জবর দখল মুক্ত করি।
মন্তব্য করুন