রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ছাড়া কেউ রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে না: বিএনপি নেতা শাহজাহান চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী
expand
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া ও টেকনাফ (কক্সবাজার-৪) আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, “রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক।

একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে না। বিএনপি যতবার ক্ষমতায় আসে, ততবারই আমরা শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে সক্ষম হই।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা বিএনপির আয়োজিত ‘নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী আরও বলেন, বিএনপি ছাড়া কেউ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে না। কেউ রোহিঙ্গাদের পুঁজি করে নোবেল প্রাইজের জন্য চেষ্টা করে, আবার কেউবা ডলারের উদ্দেশ্যে। বিএনপি সরকার গঠন করলে মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিনা সুলতানা নীশিতা।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় থেকে আমরা জাতি হিসেবে উন্নতির পথে এগোব। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন ইউনিট থেকে অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন