শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান সরকার প্রধান হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত: শাহজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি
expand
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে ক্ষমতায় এলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে এমন মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলে মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে নতুন বাণিজ্যিক বন্দর ও করিডোর চালু করা হবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী আরও বলেন, কক্সবাজারের বিশেষ করে উখিয়া-টেকনাফের মূল সমস্যা রোহিঙ্গা সংকট, অপহরণ, মাদক ও মানবপাচার। এসব কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিলে আমরা সংসদে গিয়ে এই সমস্যাগুলোর সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি জানান, সেন্টমার্টিন, বঙ্গোপসাগর ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে টেকনাফকে একটি আধুনিক, পর্যটকবান্ধব অর্থনৈতিক শহর হিসেবে গড়ে তুলতে বিএনপি পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী। সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান সেলিনা সুলতানা নিশীতা।

পরে টেকনাফ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন সদস্য ফরম বিতরণ করা হয় এবং নবায়ন কার্যক্রম পরিচালিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন