বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মারসা বাস এবং প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ
expand
মারসা বাস এবং প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন