

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবালদ্বীপে ২০শয্যা হাসপাতালটি পরিদর্শন করেছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (৪নভেম্বর) সকালে তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছলে তাকে স্বাগত জানায় স্থানীয় নেতৃবৃন্দরা। পরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা ও সমস্যা সম্পর্কে অবগত হন।
পরবর্তীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেন্টমার্টিন হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার-০৪(টেকনাফ-উখিয়া) আসনে বিএনপি'র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, ২০০২সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু আজ তিনি দেখলেন চিকিৎসকের সংকট রয়েছে। বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য নারী চিকিৎসকের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, আমরা দ্রুত সেই ব্যবস্থা করব, যাতে এই ২০শয্যার হাসপাতালটি নিয়মিতভাবে দ্বীপবাসীকে সেবা দিতে পারে। এটি বেগম খালেদা জিয়ারও একটি অঙ্গীকার ছিল।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি এড.হাসান সিদ্দিকী,উপজেলা যুবদলের আহ্বায়ক মো:কাইয়ুম ও টেকনাফ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাছান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, দ্বীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জন সাধারণ প্রমুখ।
মন্তব্য করুন