

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ ও ১০ ভরি ০৫ আনা রুপা উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর মংজয়পাড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, টহলদলটি সীমান্ত পিলার-৪২ হতে প্রায় ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামেরতলী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ১৩ ভরি ১৪ আনা স্বর্ণ এবং ১০ ভরি ০৫ আনা রুপা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ধারকৃত স্বর্ণ ও রুপার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন