

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিত সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একদিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সেক্টর সদর দপ্তর, রামুর ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মেজর নওরীন নাজ আহমেদ, এএমসি এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ শাহাদাত হোসেন শুভ, এএমসি।
এদিন মোট ৪০৫ জন স্থানীয় বাসিন্দা চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ১৮০ জন, নারী ১৮৭ জন এবং শিশু ৩৮ জন। চিকিৎসা গ্রহণকারী সকলের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠী, দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। বিজিবির এই ফ্রি চিকিৎসা ক্যাম্প তাদের জন্য বড় সহায়তা হয়েছে বলে জানান তারা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।
সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, টেকনাফের প্রান্তিক এলাকায় দ্বিতীয়বারের মতো বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পুরুষ ও নারী রোগীদের জন্য আলাদা চিকিৎসকের ব্যবস্থা থাকায় স্থানীয়রা মানসম্মত চিকিৎসা সেবা পেয়েছেন। তিনি বিজিবির এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে রোগবালাই বাড়ে। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এ একদিনব্যাপী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। জনগণের প্রয়োজনে মানবিক সহায়তা প্রদানেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও টেকনাফ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
