রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম
expand
টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে মুক্ত করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

তাদের মধ্যে রয়েছেন ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু। উদ্ধারের তালিকায় স্থানীয় বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা নাগরিক আছেন বলে জানা গেছে।

কোস্টগার্ড পূর্ব জোন জানিয়েছে, পাচারকারীরা মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে গোপন আস্তানায় আটকে রেখেছিল। এ সংবাদের ভিত্তিতেই নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ ও কোস্টগার্ড বাহারছড়া এলাকায় যৌথ অভিযান চালায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়। পাহাড়ি ঘাঁটি ও আশপাশের এলাকা ঘিরে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়।

আটকরা মূলত সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের শিকার হচ্ছিলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে পুরো ঘটনার বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন