

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফ উপকূলে যাত্রীবাহী একটি স্পিডবোট উল্টে মা-মেয়েসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের ঘোলাচর সংলগ্ন সাগর এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে উল্টে যায়। এতে স্পিডবোটের ৮ যাত্রী সাগরে পড়ে নিখোঁজ হন।
নিহতরা হলেন- সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার বাসিন্দা মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম ও তার চার বছর বয়সী শিশু মায়মা।
দুর্ঘটনার পর তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
অন্য যাত্রীদের মধ্যে দু’জন অসুস্থ হলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। বাকিদেরও উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, শাহপরীর দ্বীপ ঘোলাচর এলাকায় যাত্রীবাহী স্পিডবোট ডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ তৎপরতায় দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
