

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে কুমিল্লা। সেই কম্পনের আতঙ্কে কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) কর্মরত অন্তত ৮০ নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন কমপক্ষে পাঁচজন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরই মুহূর্তে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম দুপুরে জানান, কম্পন অনুভূত হতেই দুটি প্রতিষ্ঠানের নারী শ্রমিকদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে যেতে গিয়ে অনেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং প্যানিক অ্যাটাকের শিকার হন। তিনি জানান, অজ্ঞান হয়ে পড়া শ্রমিকদের মধ্যে ৫০ জনকে বেপজা হাসপাতালে এবং ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারও অবস্থা গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন শুরু হতেই শ্রমিকরা ভবন ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন। সিঁড়িতে হুড়োহুড়ির সময় অনেকেই পড়ে যান বা ধাক্কাধাক্কিতে আহত হন। পরে সহকর্মী ও পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে ভূমিকম্পের প্রভাবে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একই এলাকার আরেকটি ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভবনগুলো পরিদর্শন শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করছে।
ঘটনার পর ইপিজেড এলাকায় আতঙ্ক অনেকটা কেটে গেলেও শ্রমিকদের মধ্যে এখনো দুশ্চিন্তা বিরাজ করছে। অনেকেই জানিয়েছেন, ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
মন্তব্য করুন