

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা জেলা কারাগারের আরপি গেটের সামনে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মজু মিয়া তিতাস উপজেলার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
কারা সূত্র জানায়, কারাগারে প্রবেশের সময় মজু মিয়ার চলাফেরা সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী আলভি ও রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি ব্যক্তিগতভাবে সেবনের জন্যই মাদকটি বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন ও স্মৃতি আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলেও জানান।
ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য বহনের অপরাধে মজু মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন