বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইসক্রিম কাঠিতে সেতু বানিয়ে দেখালেন কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
ট্রাস ব্রিজ প্রতিযোগিতা
expand
ট্রাস ব্রিজ প্রতিযোগিতা

আইসক্রিমের কাঠি দিয়ে বানানো সেতু কতটা ভার নিতে পারে, কোন নকশা সবচেয়ে মজবুত; এসব নিয়েই কুমিল্লায় আয়োজন করা হয় এক অভিনব প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয় ‘ট্রাস ব্রিজ প্রতিযোগিতা’।

ব্রিজ নির্মাণের এই উৎসবে অংশ নেন তিন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৮০ জন শিক্ষার্থী—ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আয়োজক প্রতিষ্ঠান বাইউস্টের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা আইসক্রিম কাঠি দিয়ে ছোট আকারের বেইলি ব্রিজ তৈরি করে প্রদর্শন করেন। এরপর নির্দিষ্ট লোড দেওয়া হয়—কোন সেতু কত ওজন বহন করতে পারে, সেটিই ছিল মূল আকর্ষণ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইউস্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

প্রতিযোগিতায় বিজয়ী উৎস চাকমা, আসিফ খান ও নাইমা শওকত সেতু বলেন, এই আয়োজন আমাদের নতুন অভিজ্ঞতা দিয়েছে। ভবিষ্যতে নিরাপদ ও টেকসই সেতু নির্মাণে এটি আমাদের আরও উৎসাহিত করবে।

শিক্ষক আরাফাতাতুল ইসলাম বলেন, এই উৎসব শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়িয়েছে। তারা বাস্তবে আরও স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী সেতু নির্মাণে ভূমিকা রাখতে পারবে।

বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা চাই, কোনো স্থাপনা যেন ভেঙে না যায়—এই ধারণা নিয়েই তারা এগিয়ে যাক।

প্রধান অতিথি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বলেন, শিক্ষার্থীরা প্রমাণ করেছে, তারা মেধাবী ও সৃজনশীল। এই ধরনের উৎসব তাদের বাস্তবজ্ঞান বাড়াবে। ভবিষ্যতে আমরা আরও বড় আয়োজন করব। তিনি শিক্ষার্থীদের ল্যাবভিত্তিক কাজের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন