

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার দেবিদ্বারে পুলিশের এক সদস্যকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু (৩০) ও তার সহযোগী জালাল উদ্দিন (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তারা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে ভোরে কুমিল্লা ডিবি পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আবু কাউছারকে তার চাচি আমেনা বেগম (৪৫) জমি দেখানোর কথা বলে দেবিদ্বার সদরে ডেকে আনেন।
ছোট আলমপুর এলাকার একটি জমি পছন্দ না হওয়ায় কাউছার চলে যেতে চাইলে তাকে আব্দুল বারেক ভিলার পঞ্চম তলায় নিয়ে যাওয়া হয়।
সেখানেই বিল্লালের নেতৃত্বে হেলাল খান ও কামাল হোসেনসহ কয়েকজন কাউছারকে একটি কক্ষে আটকে রাখে। কিছুক্ষণ পর তার সাবেক স্ত্রী তাছলিমা আক্তার উপস্থিত হন।
তারা কাউছারের বিভিন্ন ভিডিও ধারণ করে ২০ লাখ টাকা দেনমোহরে পুনর্বিবাহের চাপ সৃষ্টি করেন। স্বীকৃতি না দিলে মারধর এবং ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ভুক্তভোগী কাউছার বাধ্য হয়ে নগদ ১৩ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণের আংটি দেয়। এরপর তার চাচাতো ভাই খাইরুলের মাধ্যমে বিকাশে আরও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। নির্যাতন চলতে থাকলে কাউছারের স্ত্রী ইশরাত জাহান খবর পেয়ে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগীর স্ত্রী ইশরাত জাহান দেবিদ্বার থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে রয়েছেন সাবেক স্ত্রী তাছলিমা আক্তার, চাচি আমেনা বেগম, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন বিল্লু, বিল্লুর সহযোগী কানা জালাল, কামাল হোসেন ও হেলাল খান।
দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, কাউছার নামে এক পুলিশ সদস্যকে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    