

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূ (১৯) অভিযোগ করেছেন, ভন্ড কবিরাজ কুদ্দুস মিয়া নামের এক ব্যক্তির কাছে ছোট বোনের ‘জিন’ ছাড়ানোর জন্য নিয়ে গেলে তিনি সেখানে জোরপূর্বক ধর্ষণের শিকার হন।
শনিবারের ঘটনার পর ভিকটিমের মা সোমবার (২০ অক্টোবর) বিকালে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুরে ওই গৃহবধূকে ছোট বোনের চিকিৎসার অজুহাতে কুদ্দুসের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নাম করে কুদ্দুস মিয়া ভুক্তভোগীর সঙ্গে আলাদা একটি কক্ষে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটির ভিডিও ধারণ করে রাখে।
পরে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কুদ্দুস ওই গৃহবধূর কাছ থেকে প্রায় এক লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। বিএইচ রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ভুক্তভোগীর সম্মতি ছাড়া তাকে শারীরিক সম্পর্কের জন্য বাধ্য করা হয়েছে। অবশেষে বড় অঙ্কের আর্থিক দাবিতে ভুক্তভোগী রাজি না হলে তার স্বামী ও শ্বশুরবাড়ির কাছে বিভিন্ন মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে।
ভিকটিম সাংবাদিকদের বলেন, আমি ছোট বোনকে জিন ছাড়াতে তাকে ওই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলাম। প্রথমে আমার স্বাক্ষর নেন; এরপর আমাকে আলাদা কক্ষে নিয়ে গিয়ে জোর করে শারীরিক নির্যাতন করেন এবং ভিডিও করেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে টাকা দাবি করেন। আমি বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে দিই, তবু হুমকি চলেছে। টাকা দিচ্ছি না বললে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীর মা বলেছেন, কুবুত্রের প্রতারণায় আমার মেয়ের সংসার ভেঙে গেছে। আমি চাই, কুদ্দুসকে কঠোর শাস্তি হোক।
অভিযুক্ত কবিরাজ কুদ্দুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ আনা হয়েছে। ওই পরিবারের সঙ্গে সম্পর্কিত অভিযোগে আমি গ্রামে হাজির ছিলাম না। আমি নির্দোষ; মিথ্যা অপপ্রচারের শিকার।
দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক চশ্চা (তদন্ত) চলছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মামলা ও তদন্ত চলমান রয়েছে; পুলিশ সেসব দিক যাচাই করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    