

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে পরিচয় নিশ্চিত হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহ করে পুলিশ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে দুজনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিচয় যাচাই শেষে জানা যায়, আটক দুজনই হাসনাত আব্দুল্লাহর কর্মী-সমর্থক। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিব নামে দুজনকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিশ্চিত করেন, তাঁরা তাঁরই কর্মী। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন রাখতে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
