মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় উদযাপিত হলো হানাদার মুক্ত দিবস

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
কুমিল্লায় হানাদার মুক্ত দিবস পালিত
expand
কুমিল্লায় হানাদার মুক্ত দিবস পালিত

গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো কুমিল্লার হানাদারমুক্ত দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল।

বিকেলে টাউন হল চত্বরে সমবেত হন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জাতীয় পতাকা, ব্যানার ও শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের মুখে দেশপ্রেমের সুর—র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

টাউন মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবগাথা, কুমিল্লা হানাদারমুক্ত দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তাদের মতে, কুমিল্লার মানুষ প্রতি বছর ৮ ডিসেম্বরকে শুধু উদ্‌যাপনই করে না—দিনটি তাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বীর সন্তানদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের অমর ইতিহাস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X