শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীকে বহিষ্কার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
মুফতি হাবিবুর রহমান
expand
মুফতি হাবিবুর রহমান

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ও হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–১ (সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

সোমবার (৮ ডিসেম্বর) রাত আটটায় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বহিষ্কারের সিদ্ধান্ত এবং নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। তিনি জানান, দলের আমীর চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলা কমিটির সদস্য আলহাজ মাওলানা আবুল হাসান বোখারীকে পটুয়াখালী–১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একই দিন কলাপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুফতি হাবিবুর রহমান জানান, তিনি পটুয়াখালী–৪ (রাঙ্গাবালী–কলাপাড়া–মহিপুর) আসনে প্রার্থী হয়ে নির্বাচন করবেন। সেখানে কলাপাড়ার কমিটির তিন নেতা তাঁর পাশে ছিলেন। যারা আগেই দলীয় পদ থেকে অব্যাহতি পেয়েছেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, ‘জন্মভূমির মানুষের টানে ফিরে এসেছি। এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন করছি।’ দলীয় সিদ্ধান্তে তাঁকে পটুয়াখালী–১ আসনে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি তা মেনে নিতে পারেননি বলে দাবি করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়া ও অসুস্থ হয়ে স্ট্রোক করার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, ‘কলাপাড়া, মহিপুর আর রাঙ্গাবালীর মানুষই আমার শক্তি। এই অঞ্চল ছেড়ে থাকা সম্ভব নয়।’

দলীয় শৃঙ্খলা অমান্য করে প্রার্থীতা ঘোষণা করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।

এদিকে পটুয়াখালী–৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চরমোনাই পীরের অনুসারীরা বলছেন, হাত পাখার বিজয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।

সদ্য ঘোষিত প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী বলেন, ‘পীর সাহেব হুজুর আমাকে মনোনীত করেছেন। ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব এবং হাত পাখাকে বিজয়ী করব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X