

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার তিতাস উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবাহী ট্রলি নদীতে পড়ে গিয়ে গোসলে নামা একই পরিবারের তিন নারীকে চাপা দেয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কড়িকান্দি–রাজাপুর সড়কের কড়িকান্দি এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান তিনজন।
নিহতরা হলেন, শামসুন্নাহার আক্তার (৩৬), রিনা আক্তার (৩৫) ও রোজিনা আক্তার (৩০)। তিনজনই একই বাড়ির সদস্য। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোজিনার মেয়ে শিখা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, দুপুরের রান্না শেষ করে মা ও দুই চাচি নদীতে গোসল করতে গিয়েছিলেন। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু বদলে যায়।
প্রতিবেশী মাইনুদ্দিন আহমেদ বলেন, একই পরিবারের তিনজন নারীকে একসঙ্গে হারানো, এ শোক কীভাবে সামলাব বুঝতে পারছি না।’ তিনি জানান, দুর্ঘটনার সময় পরিবারের কোনো পুরুষ সদস্য বাড়িতে ছিলেন না।
ঘটনাস্থলে ছুটে যাওয়া স্থানীয় বাসিন্দা আবু হাসান বলেন, বাড়িগুলোতে শুধু কান্নার শব্দ। চুলায় আর থালায় রান্না করা খাবার যেমন ছিল, তেমনই পড়ে আছে। কেউ দুপুরের খাবার পর্যন্ত খেতে পারেনি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ট্রলিটি এখনো নদীর মধ্যে রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। লাশ পিরবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনাটি কড়িকান্দি এলাকার মানুষকে হতবিহ্বল করে দিয়েছে। তিতাস নদীর দুই তীরজুড়ে শোকের আবহ—একই পরিবারের তিন নারীর মৃত্যুতে নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।
মন্তব্য করুন
