শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে উদ্ধার ৩টি তক্ষত অবমুক্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
চুয়াডাঙ্গায় পাচারের সময় উদ্ধার হওয়া ৩টি তক্ষক অবমুক্ত করা হয়
expand
চুয়াডাঙ্গায় পাচারের সময় উদ্ধার হওয়া ৩টি তক্ষক অবমুক্ত করা হয়

চুয়াডাঙ্গায় পাচারের সময় র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া ৩টি তক্ষক অবমুক্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গা সামাজিক বনায়ন ও নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের বাগানের গাছে ৩টি তক্ষত অবমুক্ত করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় এ অবমুক্ত করার কাজ শেষ করা হয়।

এর আগে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার আদালতে এক আদেশে এই তক্ষকগুলো অবমুক্ত করার আদেশ দেন।

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক (Tokay Gecko) পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)।

এ সময় তার কাছ থেকে তক্ষক ৩ টি উদ্ধার করে। উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ নভেম্বর) রাত ৮টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে। আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।

তক্ষত অবমুক্তের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু, চুয়াডাঙ্গা সদর এসএফএনটিসি রেঞ্জ সহকারী শাহজামাল রিপন অফিস স্টাফ আবুল হাসনাত রানা ও মনিরুল ইসলাম, হাসানুজ্জামান রিগান, বায়জিদ, জীসান, এহসান হাবীব, নিরব, শাহাবুল, নিরব আলী, রতন ও গণমাধ্যমকর্মীগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন